বৈশ্বিক বিরুপ অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে শিল্প প্রতিষ্ঠানসমূহকে অধিকতর সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারে ঋণ/ বিনিয়োগের সুদ/মুনাফা হার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-২৭, তারিখঃ ২৭ জুলাই, ২০২৩ইং: জারি ।